বুধবার ৮ সেপ্টেম্বর ২০২১ - ০১:২৬
লেবানন একজন মহান ধর্মীয় আলেমকে হারালো

হাওজা / লেবাননের শিয়া কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আবদুল আমীর কাবলানের মৃত্যুতে শোক প্রকাশ করে দেশটির আহলে সুন্নাত মুফতি শেখ আব্দুল লতিফ দারিয়ান বলেছেন,

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, লেবাননের শিয়া কাউন্সিলের প্রধান আয়াতুল্লাহ আবদুল আমীর কাবলানের মৃত্যুতে শোক প্রকাশ করে দেশটির আহলে সুন্নাত মুফতি শেখ আব্দুল লতিফ দারিয়ান বলেছেন:

তিনি বলেছেন: আয়াতুল্লাহ কাবলানের মৃত্যুতে লেবানন এবং আরব বিশ্ব মহান ধর্মীয় কর্তৃত্ব থেকে বঞ্চিত হয়েছে।

তিনি আরো বলেন: আয়াতুল্লাহ কাবলানের মৃত্যুতে লেবানন এবং আরব বিশ্ব এক অনন্য ব্যক্তিত্ব এবং লেবাননে ইসলামী ঐক্যের প্রচারককে হারিয়েছে। তাঁর জীবন ছিল প্রেম, নৈতিকতা, প্রজ্ঞা, সংযম এবং সাহসের একটি আদর্শ ।

 তিনি সত্যবাদী এবং লেবাননে ঐক্যের অন্যতম প্রচারক ছিলেন। লেবাননে এই ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন লোকদের আমাদের খুবই প্রয়োজন।আমরা আজকে একজন প্রতিভাশীল ব্যক্তিকে হারিয়েছি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha